গুগল ক্রোম এসইও টুলবারের লিস্ট

 এসইও কাজগুলা করতে আপনাকে অনেক গুলা টুলস এর সাহায্য নিতে হবে। আর পেইড টুলস এর পাশাপাশি অনেক এক্সটেনশন আছে যা দিয়ে আপনি পেইড টুলস এর মতন সুবিধাদি পাবেন। তাই কাজের সুবিধার্থে গুগল ক্রোম এসইও টুলবারের প্রয়োজন হয়ে থাকে। নিচে প্রয়োজনীয় এক্সটেনশনগুলা লিস্ট দেয়া হলো;


গুগল ক্রোম এসইও টুলবারের লিস্ট:

💥On-page SEO
১) SEOInfo
এই এক্সটেনশনটি আপনার ওয়েবপেজ এর ইস্যু গুলা বের করতে সাহায্য করে থাকে। এই এক্সটেনশনটি দিয়ে আপনি meta tags, canonicals, indexability, Open Graph tags, structured data, hreflangs, page speed ছাড়াও অন্যান্য ইস্যু দেখতে পারবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../ppbdklaincgliegpfolkjjfncpg...
২) Free Backlink Checker by LRT
এই এক্সটেনশনটি দিয়ে আপনি এক্সটার্নাল লিংক এনালাইজ করতে পারবেন। এটি অন্যান্য ব্রোকেন লিংক চেকার এর মতন। ব্রোকেন লিংক গুলা লাল ও লাইভ লিংক গুলা সবুজ হয়ে যায়। আপনি লিংক গুলা এক্সপোর্ট করতে পারবেন এংকর টেক্সটসহ। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../nifeadedgedikheglfngocdgfid...
বিকল্প এক্সটেনশন হিসেবে আপনি Broken Link checker; Check my link

💥Keyword Research
১) SEOStack Keyword Tool
এই এক্সটেনশনটিতে আপনি একটি সীড কীওয়ার্ড দিয়ে অটো সাজেশন স্ক্রাপ করতে পারেন গুগল, ইয়াহু, আমাজন, বিং থেকে। এই কীওয়ার্ড আইডিয়া গুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন সহজেই। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../labjajhkfjfncpiddbgdimcaldg...
২) Keyword Surfer
মোটামোটি এই এক্সটেনশন এর কাজ সম্পর্কে সবাই জানেন। মান্থলি সার্চ ভলিউম, সিমিলার কীওয়ার্ড সাজেশন আইডিয়া, কনটেন্ট কত শব্দের তা দেখায়। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../bafijghppfhdpldihckdcadbcob...
অল্টারনেটিভ এক্সটেনশন : WMS Everywhere
৩) TextOptimizer
এই এক্সটেনশনটিকে রাইটিং অ্যাসিস্ট্যান্সও বলা হয়ে থাকে। আপনি এর মাধ্যমে কনটেন্ট এ কোন কোন সিমিলার কীওয়ার্ড ব্যবহার করতে পারেন তা দেখাবে ও আপনার কনটেন্ট এনালাইসিস করে একটি স্কোর দেখাবে যাতে পরবর্তীতে আপনি কনটেন্ট আরো ভালো অপ্টিমাইজ করতে পারেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../fdbbkmpdjmpnebmdgbhcodhlafi...

💥Rank checking
১) SEO Search Simulator by Nightwatch
আপনার কীওয়ার্ড রাঙ্ক জানার জন্য এই এক্সটেনশনটি ব্যবহার হয়ে থাকে। আপনার কীওয়ার্ড কততম পজিশন এ আছে মানে টপ ১০০ তে থাকলে আপনি এই এক্সটেনশনের মাধ্যমে জানতে পারবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../edfjfgjklednkencfhnokmkajbg...
অল্টারনেটিভ এক্সটেনশন: FATRANK
২) SERPTrends SEO Extension
এর মাধ্যমে আপনার কীওয়ার্ড SERP এর পরিবর্তন জানতে পারবেন অর্থাৎ আপনার কীওয়ার্ড কয় ধাপ উপরে আসলো বা কোন কীওয়ার্ড রাঙ্ক কত পিছালো তা জানতে পারবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../nedmifdnblopopbcmdcgflboacl...

💥Technical SEO
১) Link Redirect Trace
প্রতিটা রিডাইরেক্ট ইউআরএল ৩০১, ৩০২ এবং জাভাস্ক্রিপ্টসহ প্রতিটা রিডাইরেক্ট আপনি এই এক্সটেনশন এর মাধ্যমে জানতে পারবেন।
অল্টারনেটিভ এক্সটেনশন: Redirect Path; Ahrefs SEO Toolbar
২) Google Lighthouse
এক্সটেনশনটির মাধ্যমে আপনি আপনার ওয়েবপেজ /ওয়েবসাইট অডিট করে ইম্প্রোভমেন্ট এর জন্য সাজেশন পাবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../blipmdconlkpinefehnmjammfjp...
৩) AMP Validator
আপনার ওয়েবসাইট AMP ভার্শনে ঠিকঠাক চলছে কিনা তা এই টুলস এর মাধ্যমে আপনি জানতে পারবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../nmoffdblmcmgeicmolmhobpoocb...
৪) User-Agent Switcher for Chrome
অন্য ব্রাউসার এ আপনার ওয়েবসাইট ঠিক মতন চলছে কিনা বা লিংক করলে তা অন্য ব্রাউসার এও দেখাচ্ছে কিনা তা আপনি এই এক্সটেনশনের মাধ্যমে ব্রাউসার সুইচ না করেও দেখতে পারবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../djflhoibgkdhkhhcedjiklpkjno...
৫) The Tech SEO — Quick Click Website Audit
এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলাতে একটি ক্লিক এর মাধ্যমেই যেতে পারবেন। যেমনঃ GTmetrix/copyscape ইত্যাদি। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../ibclohpehkoagiennackaiplhhk...

💥All-in-one
১) SimilarWeb
সাইট এর ট্রাফিক, ট্রাফিক সোর্স, কীওয়ার্ড রাঙ্কিং ও অন্যান্য প্রয়োজনীয় ডাটা দেখা যায়। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../hoklmmgfnpapgjgcpechhaamimi...
২) Ahrefs SEO Toolbar
এই এক্সটেনশনটিতে আপনি অনপেজ এসইও রিপোর্ট, রিডাইরেক্ট ট্রেস, ব্রোকেন লিংক চেকার, নো-ফলো লিংক হাইলাইটার। যারা ahrefs ব্যবহার করে তারা DR/UR সহ আরো অনেক মেট্রিকস পেয়ে থাকে। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../hgmoccdbjhknikckedaaebbpdee...
৩) MozBar
এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি DA/PA ও স্প্যাম স্কোরসহ অন-পেজ এসইও'র অন্যান্য ইস্যুগুলাও দেখায়। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../eakacpaijcpapndcfffdgphdicc...
৪) SEO Minion
এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি অনপেজ এনালাইসিস, লিংক হাইলাইট, ব্রোকেন লিংক চেকার, hreflang চেকার, SERP লোকেশন চেক করা যায় সাথে আপনি ২ দেশের মধ্যে কীওয়ার্ড SERP রেজাল্টস পার্থক্য দেখতে পারবেন। এক্সটেনশন লিংক: https://chrome.google.com/.../giihipjfimkajhlcilipnjeoha.../

তাছাড়াও আপনি Ubersuggest chrome extension/SEO Quake extention ব্যবহার করতে পারেন। 

Comments